thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

মিশ্র ইভেন্ট থেকে বাদ পড়লেন রোমান-দিয়া

২০২১ জুলাই ২৪ ১৩:১৭:১০
মিশ্র ইভেন্ট থেকে বাদ পড়লেন রোমান-দিয়া

দ্য রিপোর্ট ডেস্ক: দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ সেটে হেরে টোকিও অলিম্পিক ২০২০ এর আর্চারির মিশ্র রিকার্ভ বিভাগ থেকে ছিটকে গেছে বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটি।

শনিবার (২৪ জুলাই) সকালে প্রতিযোগিতার হট ফেভারিট দক্ষিণ কোরিয়ার অন সান ও কিম জে ডিওক জুটির মুখোমুখি হয় লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথম সেটে ৩৮-৩০ পয়েন্টে, দ্বিতীয় সেটে ৩৫-৩৩ পয়েন্টে হারে বাংলাদেশ । তৃতীয় সেটে বেশ ভালোই লড়াই চালান রোমান-দিয়া। কোরিয়ার ৩৯ এর বিপরীতে বাংলাদেশ করেছিল ৩৮। কিন্তু তাতে ফেরার কোনো সুযোগ ছিল না।

পরপর তিন সেট হারার পরই শেষ ১৬ থেকে বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের।

অলিম্পিকে এখনও ব্যক্তিগত ইভেন্টের খেলা বাকি রয়েছে রোমান ও দিয়ার। ২৭ জুলাই ব্যক্তিগত ইভেন্টে লড়বেন খুলনার ছেলে রোমান। দুই দিন পরই খেলবেন নীলফামারীর মেয়ে দিয়া।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর