thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৫ রজব 1446

প্রবাসীদের পাঠানো ২৫০ ভেন্টিলেটর ঢাকায়

২০২১ জুলাই ২৪ ২১:৪২:৫৭
প্রবাসীদের পাঠানো ২৫০ ভেন্টিলেটর ঢাকায়

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত গুরুতর রোগীদের চিকিৎসায় ব্যবহারের জন্য পাঁচ প্রবাসী বাংলাদেশির পাঠানো ২৫০টি উন্নতমানের ভেন্টিলেটর ঢাকায় পৌঁছেছে।

শনিবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ভেন্টিলেটরগুলো নিয়ে বাংলাদেশ বিমানের একটি কার্গো ফ্লাইট ঢাকায় পৌঁছায়।

যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসী বাংলাদেশিদের পাঠানো এসব ভেন্টিলেটর গ্রহণ করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিঞা ও ডা. এ বি এম আব্দুল্লাহ।

এর আগে ভারতের নয়াদিল্লি বিমানবন্দর থেকে বিকেল চারটার দিকে ঢাকার উদ্দেশে রওনা হয় ফ্লাইটটি।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়া দিল্লির বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. জিয়াউদ্দিন আহমেদের নেতৃত্বে এসব ভেন্টিলেটরের ব্যবস্থা করেছেন দেশটির আরও তিন প্রবাসী ডা. মাসুদুল হাসান, ডা. চৌধুরী হাফিজ আহসান ও মাহমুদুস শামস বাপ্পী এবং কানাডা প্রবাসী ডা. আরিফুর রহমান।

উপহার হিসেবে পাওয়া প্রতিটি ভেন্টিলেটরের দাম প্রায় ১৫ থেকে ১৬ হাজার মার্কিন ডলার বলে জানিয়েছেন ডা. এ বি এম আব্দুল্লাহ।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর