thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

রাস্তায় শুয়ে থাকা ১৮ শ্রমিককে পিষে মারল ট্রাক

২০২১ জুলাই ২৮ ০৯:৫০:১৭
রাস্তায় শুয়ে থাকা ১৮ শ্রমিককে পিষে মারল ট্রাক

দ্য রিপোর্ট ডেস্ক: যাত্রাবিরতিতে বাস থামিয়ে বাসের সামনেই রাস্তার উপর শুয়ে ছিলেন পরিযায়ী শ্রমিকরা। কিন্তু সেই ঘুম থেকে যে আর তারা জেগে উঠবেন না তা কে জানতো। পেছন থেকে একটি ঘাতক ট্রাক বাসটিকে ধাক্কা দিয়ে কেড়ে নিলো ১৮ শ্রমিকের প্রাণ। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শ্রমিকরা রাস্তার ওপরে একটি বাসের সামনে ঘুমিয়ে ছিলেন। বুধবার (২৮ জুলাই) সকালে ট্রাকের ধাক্কায় রাস্তায় ঘুমিয়ে থাকা ১৮ শ্রমিক নিহত হয়েছেন। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ থেকে ২৮ কিলোমিটার দূরের বারাবানকি জেলায় ওই দুর্ঘটনা ঘটেছে। নিহত শ্রমিকরা বিহারের বাসিন্দা। তারা মঙ্গলবার রাতে হরিয়ানা থেকে এসেছিলেন। সে সময় রাতে বাসটি যাত্রা বিরতি দিলে শ্রমিকরা ওই বাসের সামনেই রাস্তায় ঘুমিয়ে পড়েন।

এদিকে, দুর্ঘটনায় আহতদের নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৮জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর