thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

লকডাউনের ষষ্ঠ দিনে গ্রেপ্তার ৫৬২

২০২১ জুলাই ২৯ ০৫:৪৫:৫৮
লকডাউনের ষষ্ঠ দিনে গ্রেপ্তার ৫৬২

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাস সংক্রমণ কমাতে সরকারের ঘোষিত কঠোর বিধিনিষেধ অমান্য করায় ষষ্ঠ দিনে ৫৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৮ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানা চালিয়ে গ্রেপ্তার ও জরিমানা করা হয়।

বিনা কারণে ঘরের বাইরে বের হওয়ায় ৫৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি ডিএমপির। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০৮ জনকে ১ লাখ ৬১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপ-কমিশনার ইফতেখারুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতে জরিমানার হার বাড়ানো হয়েছে। যাতে এটা দেখে অন্যরা কোনো ঠুনকো কারণে ঘরের বাইরে বের না হয়। এছাড়া ট্রাফিক বিভাগ ৪৮৯ গাড়ির বিপরীতে ১১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৯জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর