thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

বিএমডব্লিউ-ফোর্ড, ২ কোটির বাংলো, এক নজরে নুসরাতের সম্পত্তি

২০২১ জুলাই ২৯ ১১:১২:৫৬
বিএমডব্লিউ-ফোর্ড, ২ কোটির বাংলো, এক নজরে নুসরাতের সম্পত্তি

দ্য রিপোর্ট ডেস্ক: গত সাত-আট মাস ধরে খবরের শিরোনামে সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহান। তার ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। টলিউডের প্রথম সারির এই নায়িকার বিষয়-সম্পত্তির সম্পর্কে ধারণা আছে?

২০১৯ সালে লোকসভা নির্বাচনে সাংসদ হিসেবে দাঁড়ানোর সময়ে হলফনামায় নিজের সম্পত্তির খতিয়ান দিতে হয়েছিল তাকে।

তার অস্থাবর সম্পত্তির পরিমাণ ৯০.৮৮ লক্ষ। স্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি টাকা। নুসরাতের ঋণ ছিল ১ কোটি ৬৮ লক্ষ ৮১ হাজার ৬০৮.১৭ টাকা।

সেই সময়ে নুসরাত জাহানের নামে ব্যাঙ্কে গচ্ছিত রয়েছে ৩৮ লক্ষ ৩৮ হাজার ৩৯১.৩০ টাকা। নগদ ছিল ৫ লক্ষ, ব্যাঙ্কে ছিল আরও প্রায় ৩০ লক্ষ টাকা। তা ছাড়া ৪৫০ গ্রাম সোনার এবং ১২ লক্ষ টাকার হিরের গয়নার মালকিন তিনি।

সেই সময়ে নুসরাত জানিয়েছিলেন, তাঁর পেশাগত আয় ৫ লক্ষ টাকা। বন্ডের পরিমাণ এক লক্ষ এবং বিমায় বিনিয়োগ করেছিলেন আড়াই লক্ষ টাকা।

২০১৬-১৭ সালে নতুন গাড়ি কিনেছেন অভিনেত্রী। তাঁর গাড়িবারান্দায় এখন দু'টি গাড়ি, ফোর্ড এবং বিএমডব্লিউ। দু’টি গাড়ির মোট দাম ৩৫ লক্ষ ৫০ হাজার টাকা। তা ছাড়া কলকাতা শহরে তার একটি বাংলো আছে, যার দাম ২ কোটি টাকা।

(দ্য রিপোর্ট/আরজেড/২৯জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর