thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

প্রণোদনার অর্থ নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ চলবে না :অর্থমন্ত্রী

২০২১ জুলাই ২৯ ২১:২৪:৪৪
প্রণোদনার অর্থ নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ চলবে না :অর্থমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক:প্রণোদনার অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ।বৃহস্পতিবার (২৯ জুলাই) অর্থনৈতিক বিষয়ক ও ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ভার্চুয়াল সভায় সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন,‘করোনার প্রার্দুভাবে বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার, তার টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করার প্রশ্নই আসে না। তারপরও বিষয়টি নিয়ে যখন প্রশ্ন উঠেছে, অবশ্যই খতিয়ে দেখা হবে।এ ধরনের ঘটনা ঘটতে পারে না। বিষয়টি আমার জানা নেই। যেহেতু বাংলাদেশ ব্যাংকের উদ্ধৃতি দিয়ে খবরটি প্রকাশিত হয়েছে, ফলে আমি খতিয়ে দেখব।’

অর্থমন্ত্রী বলেন, প্রবাসীদের বৈধ চ্যানেলে টাকা দেশে পাঠাতে উৎসাহিত করতে ২ শতাংশ প্রণোদনা দেয়া হয়েছে। প্রবাসী আয় পুঁজিবাজারসহ যেকোনো খাতে বিনিয়োগে বাধা নেই। কোভিড মোকাবিলায় কোন খাতে কত অর্থ ব্যয় হবে, তা সুনির্দিষ্ট করে দেয়া আছে। নিয়ম অনুযায়ী, এক খাতের টাকা অন্য খাতে খরচ করা যায় না।

দ্য রিপোর্ট/এস /২৯ জুলাই ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর