thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৮ মৃত্যু

২০২১ জুলাই ৩০ ১২:০২:৫৫
ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৮ মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আটজন ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা গেছেন- ময়মনসিংহের পাঁচজন, জামালপুর, শেরপুর ও নেত্রকোনার একজন করে।

তারা হলেন- ময়মনসিংহ সদরের জোবেদা খাতুন (৯০), বাহার উদ্দিন (৬৫), হালুয়াঘাটের রুহুল আমিন (৫৬), ফুলপুরের দুলাল উদ্দিন (৬৫), মোসলেম উদ্দিন (৭৭), শেরপুর সদরের রহিমা বেগম (৫০), জামালপুরের রফিকুল ইসলাম (৭২) ও নেত্রকোনার বারহাট্টা উপজেলার মালেকা বেগম (৭২)।

এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহের পাঁচজন, জামালপুরের দুজন, টাঙ্গাইলের দুজন এবং নেত্রকোনার একজন।

তারা হলেন- ময়মনসিংহ সদরের সুফিয়া জামান (৭০), আনোয়ারা খাতুন (৬০), ফুলপুরের সুলেমা খাতুন (৫৭), তারাকান্দার আব্দুল খালেক (৬৮), মুক্তাগাছার শামসুন্নাহার (৬৪), জামালপুর সদরের জোবেদা বেগম (৫৫), ইসলামপুর উপজেলার আব্দুর খায়ের (৬১), টাঙ্গাইল সদরের মনি (৫০), মধুপুরের জহর আলি (৮০) ও নেত্রকোনা সদরের রবিউল ইসলাম (৮০)

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৭২ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৯৪ নমুনা পরীক্ষা করে ৪৪৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৬ দশমিক ৪৪ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।

(দ্য রিপোর্ট/আরজেড/৩০জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর