thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

মদের লাইসেন্স আছে, হরিণের চামড়া নেতানেত্রীর গিফট: হেলেনা তনয়া

২০২১ জুলাই ৩০ ১২:১০:৩০
মদের লাইসেন্স আছে, হরিণের চামড়া নেতানেত্রীর গিফট: হেলেনা তনয়া

দ্য রিপোর্ট প্রতিবেদক: সম্প্রতি হেলেনার জাহাঙ্গীরের মেয়ে জেসিয়া আলম তাদের গুলশানের বাড়িতে র‍্যাবের অভিযান শেষে মাদকসহ অন্যান্য জব্দ করা মালামাল নিয়ে মুখ খুলেছেন।

গত বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাতে র‍্যাবের অভিযান শেষ হবার পর সাংবাদিকদের কাছে সবকিছু খুলে বলেন তিনি। মদের ব্যাপারে বলেন তার ভাই মদ পান করতো। এর লাইসেন্সও আছে।

হরিণের চামড়ার ব্যাপারে তিনি বলেন, ভাইয়ের বিয়ের সময় সেগুলো বিভিন্ন নেতা-নেত্রীরা উপহার দিয়েছিল।

তাসের ব্যাপারে বলেন, ওগুলো ক্যাসিনো চিপস। সময় কাটানোর জন্য তারা তাস হিসেবে খেলতেন।

বিদেশী মুদ্রার ব্যাপারে জানান যে বিদেশে তারা প্রায়ই ঘুরতে যান। দেশে আসবার সময় যে মুদ্রাগুলো বেঁচে যায়, সেগুলো ফেলে না দিয়ে রেখে দেন।

র‍্যাবের অভিযানকে তিনি কী হিসেবে দেখেন, তা জানতে চাইলে জেসিয়া বলেন, তাদের বাড়িতে অবৈধ জিনিস আছে, তা মেনে নিচ্ছেন। কিন্তু ওয়ারেন্ট ছাড়া র‍্যাব কারও বাড়িতে এমন করে ঢুকে যেতে পারেন না।

(দ্য রিপোর্ট/আরজেড/৩০জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর