thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

পুরো এশিয়ায় সবচেয়ে বেশি মুনাফা দেয় বাংলাদেশ: বিএসইসি চেয়ারম্যান

২০২১ জুলাই ৩০ ১২:২৬:০৬
পুরো এশিয়ায় সবচেয়ে বেশি মুনাফা দেয় বাংলাদেশ: বিএসইসি চেয়ারম্যান

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাংলাদেশের পুঁজিবাজার এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি মুনাফা দেয় বলে মন্তব্য করেছেন বিএসইসি চেয়ারম্যান প্রফেসর শিবলি রুবাইয়াত উল ইসলাম।তিনি বলেছেন- এদেশে শিল্প স্থাপন করে এশিয়ার বড় বড় বাজারে সহজে পণ্য রপ্তানীর সুযোগও রয়েছে।যুক্তরাষ্ট্রে শুরু হওয়া‘দি রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অব ট্রেড এবং ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষকরোড শো’র দ্বিতীয় দিনেবাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এসব কথা বলেন ।

এসইসি চেয়ারম্যান বলেন- ‘গত বছরে বাংলাদেশের অর্থনীতিতে বিভিন্নখাতে সফলতার অনেক গল্প রয়েছে। এই সফলতা দ্রুতই এগিয়ে যাচ্ছে। আগামী পাঁচ বছরে বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী অবস্থানে চলে যাবে।’

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের পুঁজিবাজার ও বিভিন্ন শিল্প খাতে বিনিয়োগ আকর্ষণে ধারাবাহিক রোড-শো আয়োজন করছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। এরই অংশ হিসেবে বুধবার ওয়াশিংটনের রিজ কার্লটন হোটেলে স্টেকহোল্ডার্সদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনার শুরুতেই বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াতুল ইসলাম স্টেকহোল্ডারদের কাছে বাংলাদেশের অর্থনীতির শক্তিশালী দিকগুলো তুলে ধরেন। বাংলাদেশের নানা খাতে বিনিয়োগের সুযোগগুলোও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠনে প্রধান বক্তা ও প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বিনিয়োগকারীদের বলেন, বাংলাদেশে শিল্প স্থাপন করে ভারত ও চীন সহ এশিয়ার বিশাল বাজার সহজে পণ্য পাঠানোর সুযোগ রয়েছে।

সালমান এফ রহমান বলেন, ‘চতুর্থ ও পঞ্চম শিল্পখাত মাথায় রেখে সব ঢেলে সাজানো হচ্ছে। শিক্ষাখাতে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে আধুনিক প্রযুক্তি। এ ছাড়া স্বাস্থ্যখাতে মোট ওষুধের ৯৯ দশমিক ৫ শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয়। শিল্পখাতে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। শিল্পখাতের সেবা গ্রাহকের দোড়গোড়ায় পৌঁছে গেছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগ করলে সবচেয়ে বেশি মুনাফা পাওয়া যায়। বাংলাদেশে বিনিয়োগের অনেক সুযোগ-সুবিধার কথা বিদেশিরা জানে না। তবে বিষয়গুলো জানাতে সরকার এবং বিদেশি মিশনগুলো কাজ করছে। আশা করছি, আগামীতে এটি বাংলাদেশের জন্য ইতিবাচক হবে।’

ওয়াশিংটনে অনুষ্ঠিত এই সভায় আগত প্রবাসী বাংলাদেশীদের অনেকেই বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

দ্য রিপোর্ট/এএস/২৮জুলাই ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর