thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

আসছে সপ্তাহ থেকে তিন দিন লেনদেন পুঁজিবাজারে

২০২১ জুলাই ৩০ ১২:৪৩:৫০
আসছে সপ্তাহ থেকে তিন দিন লেনদেন পুঁজিবাজারে

দ্য রিপোর্ট প্রতিবেদক:কঠোর বিধিনিষেধের মধ্যে আগামী সপ্তাহ থেকে রোববার ও বুধবার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়ায় এই দুটি দিন পুঁজিবাজারেও লেনদেন হবে না বলে জানিয়েছেবাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। ফলে লেনদেন পাঁচ দিনের জায়গায় সোম, মঙ্গল ও বৃহস্পতি- এই তিন দিন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চলবে।

বুধবার বাংলাদেশ ব্যাংক করোনা পরিস্থিতি বিবেচনায় নতুন করে নির্দেশনা জারি করে। সেখানে বলা হয়েছে, আগামী সপ্তাহের রোববার ও বুধবার ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে এবং সপ্তাহের বাকি তিন দিন ব্যাংকের লেনদেন চলবে বেলা আড়াইটা পর্যন্ত।

এ বিষয়ে বিএসইসি নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম জানান ‘আমাদের আগের সিদ্ধান্ত আছে, ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজার খোলা থাকবে। আর ব্যাংকের কার্যক্রম শেষ হওয়ার আধা ঘণ্টা আগে পুঁজিবাজারের লেনদেন শেষ করতে হয়।

উল্লেখ্য, বর্তমানে পুঁজিবাজারে পাঁচ দিন লেনদেন চললেও ব্যাংকের সঙ্গে তাল মিলিয়ে ১০টা থেকে ১টা পর্যন্ত লেনদেন চলেছে।

দ্য রিপোর্ট/এএস/৩০জুলাই ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর