thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

সাঁতারে নিজেদের রেকর্ড ভেঙ্গেও অলিম্পিক থেকে বাদ আরিফুল-জুনাইনা

২০২১ জুলাই ৩০ ১৭:১৮:১৮
সাঁতারে নিজেদের রেকর্ড ভেঙ্গেও অলিম্পিক থেকে বাদ আরিফুল-জুনাইনা

দ্য রিপোর্ট ডেস্ক: টোকিও অলিম্পিকের ৫০ মিটার ফ্রি স্টাইল হিটে নিজেদের রেকর্ড ভেঙেও বাদ পড়তে হয়েছে বাংলাদেশের দুই সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদকে।

শুক্রবার (৩০ জুলাই) বিকেলে টোকিওর অ্যাকুয়েস্টিক সেন্টার পুলে প্রথমে নামেন আরিফুল এরপরে জুনাইনা। দুজনেই ক্যারিয়ার সেরা পারফরম্যান্স করেছেন; কিন্তু ভাগ্য সহায় হয়নি।

আরিফুল নিজের পুরোনো রেকর্ড ভেঙে ক্যারিয়ার সেরা টাইমিং (২৪.৮১ সেকেন্ড) করেছেন এই অ্যাথলেট। এর আগে আরিফুলের সেরা টাইমিং ছিল ২৪.৯২ সেকেন্ড। যা ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার গুয়ায়জুতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এ টাইমিং করেছিলেন ।

এদিকে নারী সাঁতারে জুনাইনাও ৫০ মিটার ফ্রি স্টাইল হিটে আট প্রতিযোগীর মধ্যে পঞ্চম হয়েছেন। নিজের পুরোনো রেকর্ড ভেঙে ক্যারিয়ার সেরা টাইমিং গড়েন তিনি, সময় নিয়েছেন ২৯.৭৮ সেকেন্ড। জুনাইনার ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার গুয়ায়জুতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে আগের সেরা টাইমিং ছিল ৩০.৯৬ সেকেন্ড।

(দ্য রিপোর্ট/আরজেড/৩০জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর