thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

একাই তিন স্বর্ণ জিতলেন সান

২০২১ জুলাই ৩১ ১০:৫২:১৭
একাই তিন স্বর্ণ জিতলেন সান

দ্য রিপোর্ট ডেস্ক: অলিম্পিকের ইতিহাসে প্রথম আর্চার হিসেবে একটি গেমস থেকেই তিনটি স্বর্ণপদক জয়ের কৃতিত্ব গড়লেন দক্ষিণ কোরিয়ার আন সান। এর আগে মেয়েদের দলীয় এবং মিশ্র ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন তিনি। এই তিরন্দাজ এবার জিতলেন ব্যক্তিগত ইভেন্টেও।

মিশ্র ইভেন্টে দক্ষিণ কোরিয়ার আন সান ও কিম জে-দেওক জুটির কাছে হেরেছিলেন বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটি। পরে এই জুটি জেতেন স্বর্ণপদক।

মেয়েদের আরচ্যারিতে ব্যক্তিগত ইভেন্টে রাশিয়ার এলেনা ওসিপোভাকে টাইব্রেকারে হারান আন সান। স্কোর সমান হওয়ার পর শুট অফে একটি করে তীর ছোঁড়ার সুযোগ পান দুজন। নিজের তীরে আন সান ১০ স্কোর করলেও ওসিপোভা ৮ স্কোর করতে সমর্থন হন।

রাশিয়ান অলিম্পিক কমিটির (আরওসি) পতাকা তলে এই অলিম্পিকে অংশ নেয়া ওসিপোভা জিতেছেন রুপা। ইতালির লুসিয়া বোয়ারি জিতেছেন ব্রোঞ্জ।

(দ্য রিপোর্ট/আরজেড/৩১জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর