thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

রেকর্ড গড়ে দ্রুততম মানবী থম্পসন-হেরাহ

২০২১ জুলাই ৩১ ২০:৫৭:১০
রেকর্ড গড়ে দ্রুততম মানবী থম্পসন-হেরাহ

দ্য রিপোর্ট ডেস্ক: অলিম্পিক গেমসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট অ্যাথলেটিকসের ১০০ মিটার স্প্রিন্ট। এই ইভেন্টে আজ ১০.৬১ সেকেন্ডে ১০০ মিটার শেষ করেছেন থম্পসন-হেরাহ। শেলি-অ্যান ফ্রেজার-প্রাইসকে পেছনে ফেলে দ্রুততম মানবীর মুকুট পরেছেন থম্পসন-হেরাহ।

১০.৬১ সেকেন্ডে ১০০ মিটার শেষ করে অলিম্পিকের ৩৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন থম্পসন-হেরাহ। ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরেন্স গ্রিফিথ-জয়নার ১০ দশমিক ৬২ সেকেন্ড টাইমিং নিয়ে এতদিন অলিম্পিকসের রেকর্ড টাইমিংয়ের মালিক ছিলেন।

এই ইভেন্টের তিনটি পদকই পেল জ্যামাইকা। দ্বিতীয় হয়েছেন ফ্রেজার-প্রাইস। তৃতীয় শেরিকা জ্যাকসন। ২০০৮ সালেও মেয়েদের এই ইভেন্টে তিনটি পদক পেয়েছিল জ্যামাইকা।

(দ্য রিপোর্ট/আরজেড/৩১জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর