thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

করোনা ইউনিটে ১৭ জেলায় ১৫৯ জনের মৃত্যু

২০২১ আগস্ট ০১ ১৩:৪১:০৫
করোনা ইউনিটে ১৭ জেলায় ১৫৯ জনের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৭ জেলায় ১৫৯ জনের মৃত্যু হয়েছে। রবিবার (০১ আগস্ট) জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে। সেখানে ২১ জনের মৃত্যু হয়েছে। এরপরই রয়েছে রাজশাহী। এ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে।

এরপরই কুষ্টিয়ার ১৮, বগুড়ায় ১৬, বরিশালে ১৬, চট্রগ্রামে ১১ জন, কুমিল্লায় ৯, যশোরে ৮, ফরিদপুরে ৭, চুয়াডাঙ্গায় ৬, ঠাকুরগাঁওয়ে ৬, ঝিনাইদহে ৬, ফেনীতে ৫ জন, খুলনা ৪, নড়াইলে ৩, ব্রাহ্মণবাড়িয়ায় ৩ ও চাঁদপুরে দুই।

গতকাল সারাদেশে জাতীয়ভাবে ঘোষিত করোনায় আক্রান্ত হয়ে ২১৮ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৬৮৫ জনে। এদিনে শনাক্তের সংখ্যা ছিল ৯ হাজার ৩৬৯ জন জনে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জন।

(দ্য রিপোর্ট/আরজেড/১আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর