thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

চাকরি বাঁচাতে গিয়ে প্রাণ গেল গার্মেন্টস কর্মীর

২০২১ আগস্ট ০১ ১৩:৪৩:১০
চাকরি বাঁচাতে গিয়ে প্রাণ গেল গার্মেন্টস কর্মীর

দ্য রিপোর্ট প্রতিবেদক: বগুড়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে আবু হাসান (২২) নামে এক পোষাক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (০১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে শহরের মাটিডালী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু হাসান জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব কোরিয়া এলাকার বাসিন্দা এবং মাওলানা ফ্যাশন লিমিটেড নামের একটি গার্মেন্টসে সেলাই মেশিন অপারেটর হিসেবে কাজ করতেন।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শিশির কুমার চক্রবর্তী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ডলফিন নামের একটি বাস শ্রমিক নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি বগুড়া শহরতলীর মাটিডালী এলাকা অতিক্রমকালে আবু হাসান নামের এক যুবক রাস্তা পারাপারের সময় ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনায় ওই বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।

মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর