thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

'অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রয়োজনে ওপেন করবেন সাকিব, মিঠুন'

২০২১ আগস্ট ০২ ০৯:২৯:৩৫
'অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রয়োজনে ওপেন করবেন সাকিব, মিঠুন'

দ্য রিপোর্ট ডেস্ক: অজিদের বিপক্ষে প্রয়োজনে ওপেনার হিসেবে নামবেন সাকিব, মিঠুন-জানিয়েছেন কোচ রাসেল ডমিঙ্গো। অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের আগে নানান কারণে বাংলাদেশ দলে নেই তামিম, মুশফিক, লিটনরা। ওপেনার হিসেবে আছেন নাঈম, সৌম্য। এ দুজনের কেউ ছিটকে গেলে ইনিংস শুরু করবেন কে? বিকল্প ভেবে রেখেছে টিম ম্যানেজমেন্ট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ১৭ সদস্যের স্কোয়াড। নিয়মিত ওপেনার তামিম ইনজুরিতে নেই। অসুস্থ শশুরের পাশে থাকতে বায়ো বাবল ভেঙ্গে অজিদের শর্ত অনুযায়ী সময়মত আবার সেখানে ঢুকতে পারেননি লিটন। তাই সিরিজে নেই তিনিও।

এই সিরিজে বিশেষজ্ঞ ওপেনার এখন মোটে দুই জন। নাঈম শেখ আর সৌম্য সরকার। সিরিজে যদি নতুন করে কেউ ইনজুরি বা অন্য কোন কারণে ছিটকে যায় তখন? টানাপোড়েনের দলে প্ল্যান বি'টা আগে থেকেই করে রেখেছে দল জানান কোচ রাসেল ডমিঙ্গো। ভাবনায় আছেন সাকিব আল হাসান আর মোহাম্মদ মিঠুন।

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ রাসেল ডমিঙ্গো বলেন, এটা আমাদেরও অনেক ভাবিয়েছে। আমরা অনেক ভেবে পরে বিকল্প ঠিক করেছি। পরিস্থিতি তেমন হলে সাকিব ওপেনিংয়ে উঠে আসতে পারে।

সাকিবের ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে কখনোই ওপেন করেননি তিনি। ওয়ানডেতে তার ব্যাটিং পজিশন তিন। মিঠুন অবশ্য ঘরোয়া ক্রিকেটে ওপেন করতেন একটা সময়। আন্তর্জাতিক ক্রিকেটেও কালে ভদ্রে ইনিংস শুরু করার অভিজ্ঞতা আছে তার।

রাসেল ডমিঙ্গো বলেন, মোহাম্মদ মিঠুন দলে ফিরে এসেছে। যদিও সে মিডল অর্ডার ব্যাটসম্যান, এই সংস্করণে প্রয়োজনে সেও ওপেন করতে পারে। কোনো ওপেনার ইনজুরিতে পড়লে সে দায়িত্ব পালন করতে পারবে। এখন পর্যন্ত কোনো ওপেনার ইঞ্জুরিতে পড়েনি। তবে কিছু হলে আমাদের কভার করার উপায় আছে।

অভিজ্ঞ তামিম, মুশফিকদের অনুপস্থিতিটাকে দুর্বলতা নয় বরং ইতিবাচক কিছু ভাবতে চান টাইগার কোচ। এই সিরিজে তরুণদের কাজে লাগিয়ে আসন্ন বিশ্বকাপের জন্য বেস্ট কম্পিনেশন খুঁজতে চান ডমিঙ্গো।

(দ্য রিপোর্ট/আরজেড/০২আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর