thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

ইসলামী ব্যাংকের আয় বেড়েছে ৭ শতাংশ

২০২১ আগস্ট ০২ ১৯:৫৩:২৪
ইসলামী ব্যাংকের আয় বেড়েছে ৭ শতাংশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২১) ও অর্ধ-বার্ষিক (জানুয়ারি-জুন, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ৭ শতাংশ।

সোমবার (২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ১.৬১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১.৫০ টাকা। সেই হিসাবে ইপিএস ০.১১ টাকা বা ৭ শতাংশ বেড়েছে।

কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধ-বার্ষিকে সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ২.০৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১.৯৪ টাকা। সেই হিসাবে ইপিএস ০.১৪ টাকা বা ৭ শতাংশ বেড়েছে।

এছাড়াও ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯.৯৭ টাকা।

(দ্য রিপোর্ট/আরজেড/০২আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর