thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

‘সালমান ভাইয়ের মতো আমিও ভার্জিন’

২০২১ আগস্ট ০৩ ১০:৩৬:২৮
‘সালমান ভাইয়ের মতো আমিও ভার্জিন’

দ্য রিপোর্ট ডেস্ক: করন জোহরের চ্যাট শো ‘কফি উইথ করন’। এই শোয়ে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বলিউড অভিনেতা সালমান খান দাবি করেছিলেন—তিনি ভার্জিন। সালমান খানের ভাই আরবাজ খান ‘পিঞ্চ’ নামে একটি চ‌্যাট শো উপস্থাপনা করছেন। এতে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বলিউড অভিনেতা টাইগার শ্রফ দাবি করলেন, সালমান খানের মতো তিনিও ভার্জিন।

টাইগার অভিনীত প্রথম সিনেমা মুক্তির আগে তাকে নিয়ে সোশ‌্যাল মিডিয়ায় ট্রল হয়েছিল। বিষয়টি এই শোয়েও উঠে আসে। এ সময় টাইগার জানান, ওই সময়ে অনেকেই তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘টাইগার হিরো নন, হিরোইন। তাকে জ্যাকি শ্রফের ছেলে মনে হয় না।’ ট্রল নিয়ে টাইগার শ্রফ বলেন, ‘যে আপনাকে নিয়ে ট্রল করছে, তার উপর আপনি প্রভাব ফেলতে পেরেছেন বলেই ট্রল করছে।’

এসব বিষয়ের মাঝেই আরবাজ টাইগারকে জিজ্ঞাসা করেন—তিনি ভার্জিন কিনা? এ প্রশ্ন শোনার পর এক মুহূর্ত না ভেবে টাইগার বলেন, ‘সালমান ভাইয়ের মতো আমিও ভার্জিন।’ টাইগারের উত্তর শুনে হাসি চেপে রাখতে পারেননি আরবাজ খান। এসময় টাইগারকেও হাসতে দেখা যায়।

গুঞ্জন উড়ছে, অনেক দিন ধরেই অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে প্রেম করছেন টাইগার। তারা বিয়ের পরিকল্পনাও করছেন। যদিও এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তারা। এক সাক্ষাৎকারে টাইগার শ্রফ বলেছিলেন, ‘আমরা সবসময় একসঙ্গে ঘোরাঘুরি করি। একসঙ্গে ঘোরাঘুরি মানে ডেটিং করা নয়। আপনারাও তো বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করেন, ঠিক কিনা? আমার পুরুষ বন্ধুদের সঙ্গেও আমি ঘোরাঘুরি করি, কিন্তু তা কেউ খেয়াল করেন না। এটা বলতে পারি দিশা আমার এমন বন্ধু, যাকে কোনো দ্বিধা ছাড়াই বিশ্বাস করতে পারি।’

(দ্য রিপোর্ট/আরজেড/০৩আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর