thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

সাভারে সিঙ্গারের ওয়্যারহাউসে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

২০২১ আগস্ট ০৫ ১১:১৩:৩৬
সাভারে সিঙ্গারের ওয়্যারহাউসে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

দ্য রিপোর্ট প্রতিবেদক: সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় সিঙ্গার ইলেকট্রনিক্সের একটি ওয়্যারহাউসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৮টায় ওই সিঙ্গার শোরুমে আগুন লাগে। এ ঘটনায় ঢাকা আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৮টার দিকে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়া হয়। এ সময় সাভার ফায়ার সার্ভিসের ২টি ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার ট্যানারি ফাঁড়ির আরও ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা ধরে ৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। একই সঙ্গে আরও ২টি ইউনিট যুক্ত হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর