thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

নায়িকা পরীমণিকে গ্রেপ্তার দেখিয়েছে র‍্যাব

২০২১ আগস্ট ০৫ ১৬:৪৭:৫৬
নায়িকা পরীমণিকে গ্রেপ্তার দেখিয়েছে র‍্যাব

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর বনানী থেকে মাদকসহ আটক নায়িকা পরীমণিকে গ্রেপ্তার দেখিয়েছে র‍্যাব।

আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর ২টার দিকে র‍্যাব সদরদপ্তর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে র‌্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বিকেলে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

এদিকে পরীর বন্ধু বলে পরিচিত প্রযোজক নজরুল ইসলাম রাজসহ আরও তিনজনকে গ্রেপ্তার দেখিয়েছে র‍্যাব।

বুধবার দুপুরের পর পরীমণির বাড়িতে র‌্যাবের একটি দল উপস্থিত হয়। র‌্যাব সদস্যরা বাড়ির ফটকে যাওয়ার পরপরই বিকেলে ফেসবুক লাইভে এসে ঘটনার বর্ণনা দিতে থাকেন পরীমণি। প্রায় এক ঘণ্টা পর র‌্যাব সদস্যরা ঘরে ঢোকার পর তার লাইভ বন্ধ হয়ে যায়। তার প্রায় ৩ ঘণ্টা পর র‌্যাব সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।

উল্লেখ্য, সম্প্রতি ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তাদের বাসা থেকে বিপুল পরিমাণ মদ-ইয়াবাসহ নানা মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

বুধবার খবর বেরিয়েছে, রিমান্ডে প্রথম দিনের জিজ্ঞাসাবাদে দুই মডেল জানিয়েছেন, এই চক্রের নারী সদস্যের সংখ্যা শতাধিক। তাদের কাজই ছিল তরুণদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে পার্টির নামে বাসায় ডেকে নিয়ে আসা। এরপর মদ-ইয়াবাসহ নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাদের ‘আপত্তিকর’ অবস্থার ছবি ও ভিডিও ধারণ করা। পরে সেই ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েই ব্ল্যাকমেইল করা হতো তরুণদের।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর