thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

দারাজের বিরুদ্ধে প্রায় ৫০ কোটি টাকা ভ্যাট ফাঁকির মামলা

২০২১ আগস্ট ০৫ ২১:৩১:৩২
দারাজের বিরুদ্ধে প্রায় ৫০ কোটি টাকা ভ্যাট ফাঁকির মামলা

দ্য রিপোর্ট প্রতিবেদক: অনলাইন মার্কেটপ্লেস দারাজের বিরুদ্ধে প্রায় ৫০ কোটি টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। অনলাইনে পণ্য ও সেবা বিক্রির বিপরীতে বড় অংকের এ ভ্যাট সরকারি কোষাগারে জমা দেয়নি প্রতিষ্ঠানটি।

এনবিআর বলছে, বহুজাতিক প্রতিষ্ঠান আলিবাবা গ্রুপের নিয়ন্ত্রণাধীন দারাজ বাংলাদেশ লিমিটেড তাদের বিক্রিত পণ্য বা সেবার বিপরীতে উৎসে ভ্যাট পরিশোধ করেনি। দুই খাতে ৪৯ কোটি ৪৯ লাখ টাকার ভ্যাট ফাঁকি মামলাও করেছে ঢাকা উত্তরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। এর মধ্যে দারাজকে দাবিনামাসহ কারণ দর্শানো নোটিশও পাঠানো হয়েছে।

এনবিআরের মামলায় বলা হয়, ২০১৫ সাল থেকে ধারাবাহিকভাবে পণ্য ও সেবা বিক্রির বিপরীতে ভ্যাট ফাঁকি দিয়েছে দারাজ। ১৫ দিনের সময় দিয়ে চলতি গেল ৩১ মার্চ দারাজের ব্যবস্থাপনা পরিচালক বরাবর নোটিশ জারি করা হলেও নির্ধারিত সময়ে তার জবাব দেয়নি দারাজ।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর