thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

‘মাইটি বাংলাদেশ’

২০২১ আগস্ট ০৭ ০৪:০৩:৪৮
‘মাইটি বাংলাদেশ’

দ্য রিপোর্ট প্রতিবেদক: ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার ওয়ানডে ম্যাচে জয় বাংলাদেশের। সে ম্যাচে ইনিংসের দ্বিতীয় বলেই অ্যাডাম গিলক্রিস্টের উইকেট নিয়ে দুর্দান্ত সূচনা এনে দেন মাশরাফী বিন মোর্তজা।

সেই মাশরাফী এবার সতীর্থদের সঙ্গে ছিলেন না জয়োৎসবে তবে, অজিদের সিরিজ জয় দেখেছেন টিভি সেটে। এতদিন যে অস্ট্রেলিয়াকে বলা হতো ‘মাইটি অস্ট্রেলিয়া’, তাদের দর্পচূর্ণ করেই পাঁচ ম্যাচ সিরিজে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।

মাশরাফী মাঠে ছিলেন না ঠিকই, তবে মন তো পড়ে আছে সেই মাঠেই। ২০১৭ সালে টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ানডে থেকে নেননি।

টাইগারদের সিরিজ জয়ে দলকে অভিনন্দন জানিয়ে মাশরাফী লিখেছেন, “মাইটি বাংলাদেশ”।

এই ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন পেসার মোস্তাফিজুর রহমান। চার ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে অজিদের কোণঠাসা করে ফেলেন কাটার মাস্টার। দলের জয়ে ব্যাট হাতে অবদান রাখা মাহমুদউল্লাহ খেলেন ৫১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।

মাশরাফী লিখেছেন, “কত বড় তারকা মোস্তাফিজ… ১০ রানে জয়, শেষ ২ ওভারে ৭টা ডট বল তার (মোস্তাফিজ) ওভার থেকে। মাহমুদউল্লাহ ইউ বিউটি। চালিও যাও ছেলেরা। অভিনন্দন।”

(দ্য রিপোর্ট/আরজেড/০৭আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর