thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

সব ক্ষেত্রেই পরতে হবে মাস্ক, স্বাস্থ্যবিধি না মানলে ব্যবস্থা

২০২১ আগস্ট ০৮ ১৯:১৫:১০
সব ক্ষেত্রেই পরতে হবে মাস্ক, স্বাস্থ্যবিধি না মানলে ব্যবস্থা

দ্য রিপোর্ট প্রতিবেদক: কঠোর বিধি নিষেধ শেষে আগামী ১১ আগস্ট থেকে অফিস-আদালত, গণপরিবহন এবং দোকানপাট-শপিংমল খোলার অনুমতি দিয়েছে সরকার।

তবে সব ক্ষেত্রে মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি অনুসরণের নির্দেশ দিয়ে বলা হয়েছে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোববার (৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ বিধিনিষিধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করে।

এতে বলা হয়, সবক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, গণপরিবহন, বিভিন্ন দপ্তর, মার্কেট ও বাজারসহ যেকোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর