thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ব্যর্থতায় মোড়ানো ব্যাটিং, অজিদের সামনে ছোট লক্ষ্য

২০২১ আগস্ট ০৯ ১৯:৪৬:৫৪
ব্যর্থতায় মোড়ানো ব্যাটিং, অজিদের সামনে ছোট লক্ষ্য

দ্য রিপোর্ট প্রতিবেদক: ব্যর্থতায় মোড়ানো ব্যাটিংয়ে অজিদের বড় লক্ষ্য দিতে পারেনি বাংলাদেশ। ১তম ওভারে ড্যান ক্রিস্টিয়ান দিয়েছেন মাত্র ২ রান। মোসাদ্দেক হোসেন স্ট্রাইকে থাকলেও রান তুলতে পারেননি। নাথান এলিসের ইনিংসের শেষ বলে দুই উইকেট হারিয়ে আরও বিপাকে পড়ে দল। সাইফউদ্দিন স্ট্রাইক প্রান্তেই যেতে পারেননি রান আউট হওয়ায়।

এমন দৃশ্য অবশ্য এই ম্যাচের বেশিরভাগ ওভার জুড়েই। ওপেনিংয়ে সৌম্য সরকারের পরিবর্তে নামা শেখ মেহেদী ১২ বলে ১৩ রান করে ফেরেন টার্নারের বলে ক্যাচ দিয়ে।

দলের হয়ে সর্বোচ্চ ২৩ (২৩) রান করেন নাঈম শেখ। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান আসে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে। অজি স্পিনারদের সামনে টাইগার ব্যাটারদের এমন হতচ্ছাড়া ব্যাটিংয়ে শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১২২ রান।

অজিদের পক্ষে ২টি করে উইকেট নেন নাথান এলিস ও ড্যান ক্রিস্টিয়ান। ১টি করে উইকেট নেন অ্যাস্টন অ্যাগার, অ্যাস্টন টার্নার ও অ্যাডাম জাম্পা।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর