thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বিশ্বে এমন রেকর্ডের মালিক শুধু সাকিব

২০২১ আগস্ট ০৯ ২১:১৫:১৪
বিশ্বে এমন রেকর্ডের মালিক শুধু সাকিব

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান করল এক অনন্য রেকর্ড। টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০ রান করা ও ১০০ উইকেট শিকারি প্রথম ক্রিকেটার হলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টির আগে সাকিবের উইকেট সংখ্যা ছিল ৯৮ টি। এই ম্যাচে দুই উইকেট নিয়ে একশ উইকেট পূর্ণ করেন সাকিব।

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১০০ উইকেটে মালিক শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। সাবেক এই পেসারের ঝুলিতে রয়েছে ১০৭টি উইকেট।

এদিকে উইকেটের সেঞ্চুরির তালিকায় সাকিবের সঙ্গে অপেক্ষায় রয়েছেন আরও দুই জন। নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির উইকেট সংখ্যা ৮৩ ম্যাচে ৯৯ এবং আফগানিস্তানের স্পিনার রাশিদ খানের ৫১ ম্যাচে ৯৫।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর