thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ফ্রান্সে পা রাখলেন লিওনেল মেসি

২০২১ আগস্ট ১০ ২০:০২:৪৯
ফ্রান্সে পা রাখলেন লিওনেল মেসি

দ্য রিপোর্ট ডেস্ক: গন্তব্য নিশ্চিত করেছেন লিওনেল মেসি। বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার নতুন ঠিকানা প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এরইমধ্যে মঙ্গলবার (১০ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফ্রান্সের রাজধানীতে পৌঁছেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

এদিন বিকেলে কানাডায় নির্মিত বোম্বারডিয়ার গ্লোবাল ৭৫০০ মডেলের প্রাইভেট জেটে পরিবারসহ বার্সেলোনা ত্যাগ করেন মেসি। স্ত্রী আন্তেনেল্লো রোকুজ্জো, ছেলে থিয়াগো, মাতেয়ো ও সিরোকে বিমানবন্দরে উপস্থিত হতে দেখা যায়। সঙ্গে ছিলেন বাবা ও এজেন্ট হিসেবে কর্মরত জর্জ মেসিও।

আগামী দুই মৌসুমের জন্য ফ্রেঞ্চ লিগ ওয়ানের দলটিতে মাঠ মাতাবেন মেসি। যার জন্য প্রতি মৌসুমে পাবেন ৩৫ মিলিয়ন ইউরো যা বাংলাদেশি মুদ্রায় ৩৪৮ কোটি ৩২ লাখ টাকারও বেশি।

এদিকে ছয় বারের ব্যালন ডি অ’র জয়ীকে স্বাগত জানাতে প্যারিসের রাস্তায় হাজার হাজার পিএসজি সমর্থক উপস্থিত হয়েছেন। শার্ল দ্য গোল বিমানবন্দর থেকে ক্লাব প্রাঙ্গণ পর্যন্ত অবস্থান নিয়েছেন মেসি ভক্তরা।

বুধবার (১১ আগস্ট) মেসি-পিএসজির চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছে ইউরোপের গণমাধ্যমগুলো।

(দ্য রিপোর্ট/আরজেড/১০আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর