thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া ডেঙ্গুর তথ্য সঠিক নয়: মেয়র তাপস

২০২১ আগস্ট ১১ ১৬:০১:২১
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া ডেঙ্গুর তথ্য সঠিক নয়: মেয়র তাপস

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের যে রিপোর্ট প্রকাশ করছে তা পুরোপুরি সঠিক নয়।

বুধবার (১১ আগস্ট) সকালে খিলগাঁওয়ে বর্জ্য স্থানান্তর কেন্দ্র উদ্বোধন করে একথা জানান মেয়র।

তাপস বলেন, ৮০ ভাগ ডেঙ্গু রোগী ঢাকা দক্ষিণে যে তথ্য দেওয়া হচ্ছে তা পুরোপুরি সঠিক নয়৷ ঢাকার বাইরে আক্রান্ত হয়ে দক্ষিণের ঠিকানা দিচ্ছে সাধারণ মানুষ।

ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য নগরবাসীর অসচেতনার কথা উল্লেখ করে মেয়র বলেন, চলমান অভিযানের মধ্যে দিয়ে রোগীর সংখ্যা কমে আসবে। চলমান এই ডেঙ্গু বিরোধী অভিযান আগামী ১৮ তারিখ পর্যন্ত চলবে।

এসময় এডিস মশা নিয়ন্ত্রণে নগরবাসীর কাছে সহায়তা চান ফজলে নূর তাপস৷

(দ্য রিপোর্ট/আরজেড/১১আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর