thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

একাধিক বয়ফ্রেন্ড থাকার সুবিধা জানালেন স্বস্তিকা

২০২১ আগস্ট ১২ ১৭:০৯:৪২
একাধিক বয়ফ্রেন্ড থাকার সুবিধা জানালেন স্বস্তিকা

দ্য রিপোর্ট ডেস্ক: গায়ে নেই ব্লাউজ, শুধু ভারী সিল্কের শাড়ি এবং জুয়েলারিতে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন টলিউডের অন্যতম হট সেনসেশন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। বয়স যেন কিছুতেই বাড়ে না তার! চল্লিশে পা দিয়েও দিন দিন আরও সুন্দরী হচ্ছেন।

দৈহিক সৌন্দর্যের পাশাপাশি স্বস্তিকার ব্যক্তিগত জীন নিয়েও চর্চার শেষ নেই। প্রেম হোক বা সম্পর্ক সবকিছু নিয়েই খোলাখুলিভাবে কথা বলতে ভালোবাসেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সেই ধারাবাহিকতায় এবার স্বস্তিকা শেয়ার করলেন একাধিক বয়ফ্রেন্ড থাকার উপকারিতা!

নিজেকে কখনও সমাজের নিয়মে বেঁধে রাখেননি কলকাতার এই অভিনেত্রী। ‘আমি আমার মতো’- মনেপ্রাণে এই কথায় বিশ্বাসী তিনি। বর্তমানে তার গোটা জগত একমাত্র মেয়েকে ঘিরে। খুব অল্প বয়সে মা হয়েছিলেন স্বস্তিকা। মেয়ের হাত ধরেই পরিণত হয়েছেন তিনি।

স্বামীর সঙ্গে ডিভোর্সের বহুবার স্বস্তিকার জীবনে প্রেম এসেছে। কিন্তু কোনো প্রেমই স্থায়ী হয়নি। তবুও নিজেকে ভালো রাখার চেষ্টায় ব্রতী তিনি। নিজের সেই অভিজ্ঞতা থেকেই বোধহয় এবার মজা করে মেয়েদের ভালো থাকার উপায় জানালেন নায়িকা।

বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করে স্বস্তিকা। মেয়েদের উদ্দেশ্য করে সেখানে লেখা, ‘যদি একজন বয়ফ্রেন্ড তোমাকে খুশি রাখে, তাহলে ভাবো যে সংখ্যাটা তিন জন হলে তুমি কতটা খুশি থাকবে। মেয়েরা এবার একটু বিরাটভাবে ভাবতে শুরু করো!’

স্বস্তিকার এই স্ট্যাটাস দেখে অনেকের মনে প্রশ্ন, ‘তবে কি আবার প্রেমে পড়লেন অভিনেত্রী?’ ঘন্টা কয়েকের মধ্যেই একটা মন্তব্য শেয়ার করে স্বস্তিকা লেখেন, ‘আমি হৃদয়কে জিজ্ঞাসা করলাম, কেন আমি রাতে ঘুমোতে পারছি না? হৃদয় জবাব দিল, কারণ তুমি দুপুরে ঘুমোচ্ছো। এমন ভাব দেখিও না যে প্রেমে পড়েছো’। এই মন্তব্যের সঙ্গে হাততালি দেওয়ার একটি ইমোজি জুড়ে দেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় এসব মজা করার বাইরে স্বস্তিকা এখন টলিউড থেকে বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন। গত বছর বলিউডে আমাজন প্রাইমের সিরিজ ‘পাতাল লোক’ ও ‘দিল বেচারা’ ছবিতে স্বস্তিকার অভিনয় নজর কেড়েছিল। টালিগঞ্জেও ‘গুলদস্তা’, ‘তাসের ঘর’-এর মতো প্রোজেক্টে দেখা গেছে স্বস্তিকাকে।

(দ্য রিপোর্ট/আরজেড/১২আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর