thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজেও থাকছেন না তামিম

২০২১ আগস্ট ১৩ ১০:০৪:৩২
নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজেও থাকছেন না তামিম

দ্য রিপোর্ট প্রতিবেদক: সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে সবার আগে হাজারী ক্লাবের সদস্যপদ পেয়েছেন তামিম ইকবাল। টি-২০ ক্রিকেটে বাংলাদেশের প্রথম এবং একমাত্র সেঞ্চুরিয়ানও এই বাঁ হাতি।

বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে টি-২০ ক্রিকেটেও সর্বাধিক রানের মালিক তিনি। তবে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটের বাইরে ১৭ মাস কাটছে তার। সর্বশেষ ১১টি টি-২০ ম্যাচে এই বাঁ হাতি ওপেনারের সার্ভিস পায়নি বাংলাদেশ দল।

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজে লিটন দাস এবং মুশফিকুর রহিম ফিরবেন। তবে আগামী ১ সেপ্টেম্বর থেকে নিউ জিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠেয় ৫ ম্যাচের টি-২০ সিরিজেও বাংলাদেশ দল পাচ্ছে না তামিমকে।

গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো-‘ দলে জায়গা ধরে রাখার জন্য প্রতিযোগিতা দারুণ ব্যাপার। মুশফিক তো পরের সিরিজেই ফিরবে। লিটনও ফিরবে আশা করি। তবে তামিম থাকছে না। ভালো খেলোয়াড়দের ফিরে পাওয়া স্বস্তির। তবে তরুণদের ভালো করতে দেখে অনেক ভালো লাগছে।’

(দ্য রিপোর্ট/আরজেড/১৩আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর