thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

রোনালদোও যাচ্ছেন পিএসজিতে!

২০২১ আগস্ট ১৩ ১৫:৩৯:৪৬
রোনালদোও যাচ্ছেন পিএসজিতে!

দ্য রিপোর্ট ডেস্ক: নতুন মৌসুমের দলবদলে রীতিমতো চমক দিয়েই যাচ্ছে পিএসজি। অল্প সময়ের মধ্যে দলটি টেনে নিয়েছে লিওনেল মেসি, সার্জিও রামোস, জিয়ানলুইজি ডনারুম্মা, জর্জিনিও উইজনাল্ডুমের মতো তারকা ফুটবলারদের। তাও আবার বিনা ট্রান্সফার ফি'তে। এবার শোনা যাচ্ছে পরের মৌসুমে নাকি ক্রিশ্চিয়ানো রোনালদোকেও ভেড়াবে ফরাসি ক্লাবটি।

বর্তমান সময়ের দুই সেরা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে একই দলে নেয়া। যা হয়তো একটা সময় কেউ কল্পনাও করতে পারেনি। এরই মধ্যে মেসিকে দলে নিয়েছে পিএসজি। স্প্যানিশ দৈনিক এএস জানাচ্ছে, আগামী মৌসুমে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস থেকে রোনালদোকেও ফ্রি ট্রান্সফারে নিয়ে আসবে তারা। তবে এর সঙ্গে রয়েছে একটি পূর্ব শর্ত। সেটি হলো, তরুণ তারকা কাইলিয়ান এমবাপের ক্লাব ছেড়ে যাওয়া!

তবে পিএসজির চেয়ারম্যান নাসের আল খেলাইফি সম্প্রতি জানিয়েছেন, এমবাপের ক্লাব ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলোর খবর বলছে, ২০২১-২২ মৌসুম শেষে পিএসজির সঙ্গে আর চুক্তি নবায়ন করবেন না এমবাপে। ব্যাপারটি সত্য হলে পিএসজিতে রোনালদোকে দেখলে অবাক হওয়ার কিছুতেই থাকবেন না।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর