thereport24.com
ঢাকা, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১,  ২৬ রবিউল আউয়াল 1446

প্রাইভেটকার খাদে পড়ে চীনা নাগরিকসহ নিহত ৩

২০২১ আগস্ট ১৬ ১৬:৩৩:৪৪
প্রাইভেটকার খাদে পড়ে চীনা নাগরিকসহ নিহত ৩

দ্য রিপোর্ট প্রতিবেদক: বরিশালের কুয়াকাটায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বরগুনার তালতলীর নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপ বিদ্যুকেন্দ্রের দুই ইঞ্জিনিয়ারসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকারের চালক।

রবিবার (১৫ আগস্ট) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চায়নার ইঞ্জিনিয়ার লু. জিক ইং (৩৫) পাসপোর্ট নম্বর ই-৩৯৭২১৩৩৯, ইঞ্জিনিয়ার লি ওয়েন্টাও (৩৭) পাসপোর্ট নম্বর পিই-২০৭৫৮৫ ও দো-ভাষি ইঞ্জিনিয়ার মো. ফকরুল হাসান (৩১)।

আজ সোমবার (১৬ আগস্ট) সকালে আমতলী থানার ওসি শাহ-আলম জানান, একটি প্রাইভেটকারে করে ঢাকা থেকে তালতলীর খোট্টারচর এলাকার তাপবিদ্যুৎ কেন্দ্রে যাচ্ছিলেন ওই তিনজন। রবিবার রাত ১টা ৪০ মিনিটের দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার ব্রিকফিল্ড এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তলিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিন জনের মৃত্যু হয়। এ সময় গাড়ির চালক মো. মুছাকে (৩০) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন নিহতদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

তালতলী আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বরত অফিসার তন্ময় জানান, চিনা সাংহাই ইলেকট্রিক পাওয়ার কন্সট্রাকশন কোম্পানির মাধ্যমে তালতলীর তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ছিলেন তারা। এ ঘটনায় চীনা কোম্পানিকে দুর্ঘটনার খবর অফিসিয়ালভাবেই জানানো হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর