thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

সম্পর্কের দুই বছর পর ভালো আছেন টয়া-শাওন

২০২১ আগস্ট ১৭ ১০:৪৯:০৯
সম্পর্কের দুই বছর পর ভালো আছেন টয়া-শাওন

দ্য রিপোর্ট ডেস্ক: ছয় মাস প্রেমের পর ছোট পর্দার তারকা অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া ও অভিনেতা সাইদ জামান শাওন গত বছর বিয়ে করেন। তাদের প্রেমের শুরু হয় ২০১৯ সালের ১৬ আগস্ট। সোমবার তাদের সম্পর্কের দুই বছর পূর্ণ হয়েছে। তারা বর্তমানে দাম্পত্য জীবনে বেশ ভালো আছেন।

নিজেদের সম্পর্ক নিয়ে তিনি ফেসবুকে রিখেছেন, দুই বছর আগে এই দিনে আমাদের প্রেম ভালোবাসাবাসিটা শুরু হয় একটু করে। আর তার ছয় মাস পর বিয়ে। দুই বছর পর এই দিনে বলতে পারি ভালো আছি আমরা। আজ আমাদের ভালোবাসা দিবসে আপনাদের দোয়া চাইছি।

খুনসুটি করে স্বামীকে উদ্দেশ্যে টয়া লেখেন, ‘আর সাইদ জামান শাওন নামের এই ভদ্রলোকে বলতে চাই আপনাকে ভালোবাসি।’

উল্লেখ্য, একটি টেলিফিল্মের কাজ করতে গিয়ে শাওন-টয়া মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। বন্ধুত্ব থেকে প্রেম। প্রেমে থেকেই বিয়ে করেন তারা। লিপ ইয়ারকে স্মরণীয় করে রাখতে ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি বিয়ের দিন বেছে নেন এই তারকা দম্পতি।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর