thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

যশোরে বোমা হামালায় আহত ৩

২০১৩ নভেম্বর ১১ ১৬:৫৪:২০
যশোরে বোমা হামালায় আহত ৩

যশোর সংবাদদাতা : শহরের মুড়লি খাঁ পাড়ায় দুর্বৃত্তদের ছুড়ে মারা বোমার আঘাতে রবিবার রাতে একই পরিবারের তিনজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন সোহরাব হোসেনের ছেলে লুইস (৩০), মেয়ে মুন্নি (১২) ও মুক্তি (১০)।

পরিবারের সদস্যরা জানান, লুইস ও দুই বোন রবিবার রাত ৮টায় ঘরের বাইরের টিউবয়েল থেকে পানি আনতে যায়। এসময় কে বা কারা একটি বোমা ছুড়ে মারে। বোমার স্পিন্টারে লুইস ও মুন্নির চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বোমার বিকট শব্দে প্রতিবেশিরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠায়।

যশোর কোতোয়ালী থানার ওসি এমদাদুল হক শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দিরিপোর্ট২৪/জেএম/এমএইচও/এমডি/নভেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর