thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

২০ আগস্ট থেকে বাংলাদেশ-ভারত ফ্লাইট শুরু

২০২১ আগস্ট ১৭ ১৯:৩২:৫০
২০ আগস্ট থেকে বাংলাদেশ-ভারত ফ্লাইট শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক: আগামী শুক্রবার (২০ আগস্ট) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে আকাশপথের যোগাযোগ। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন মঙ্গলবার (১৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তার আগে বাংলাদেশে ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইসামি পররাষ্ট্রমন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপহার দেওয়া ৩১টি অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতে করোনার প্রকোপ কমতে শুরু করেছে, সংকট কেটে গেলে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অগ্রাধিকার পাবে। ভারত আমাদের অকৃত্রিম বন্ধু। তারা করোনাকালে আমাদের অক্সিজেন দিয়ে সহযোগিতা করেছে। স্বাধীনতা যুদ্ধে তাদের অবদান অনস্বীকার্য।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর