thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

‘শ্রাবন্তীর সঙ্গে বরাবরই অনেক মজা হয়’

২০২১ আগস্ট ২০ ১০:৩২:৫৫
‘শ্রাবন্তীর সঙ্গে বরাবরই অনেক মজা হয়’

দ্য রিপোর্ট ডেস্ক: লকডাউনের কারণে আটকে আছে টালিউড সুপারস্টার দেবের নতুন সিনেমা ‘কিশমিশ’। রাহুল মুখার্জির পরিচালনায় নির্মাণাধীন এই সিনেমায় দেবের বিপরীতে আছেন তার বাস্তব জীবনের প্রেমিকা রুক্মিণী মৈত্র।

তবে সিনেমাটিতে থাকছে বেশ কিছু চমক। টালিউডের বেশ কয়েকজন তারকাকে দেখা যাবে এই সিনেমায়। এরইমধ্যে জানা গেছে, যিশু সেনগুপ্ত ও ঋতুপর্ণা সেনগুপ্ত থাকছেন অতিথি চরিত্রে। তারা শুটিংয়েও অংশ নিয়েছেন।

এবার জানা গেল, জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিও অভিনয় করছেন ‘কিশমিশ’-এ। অবশ্য তিনিও অতিথি চরিত্রে থাকছেন। তবে অভিনেত্রীর মতে, গল্পের প্রয়োজনে চরিত্রটি বেশ দরকারি।

শ্রাবন্তী বলেন, ‘এই সিনেমায় আমি অভিনেত্রী শ্রাবন্তী চরিত্রেই আছি। এটা অতিথি চরিত্র, তবে এর উপস্থিতি সিনেমাটির গল্পে ভিন্নতা আনবে। যখন দেব আমার কাছে এই সিনেমার প্রস্তাব নিয়ে আসে, তখনই এর গল্পটা বেশ মজার লেগেছিল। তাই কাজটিতে যুক্ত হয়েছি।’

দেবের সিনেমা হলেও এই সিনেমায় দেবের সঙ্গে কোনো দৃশ্যে দেখা যাবে না শ্রাবন্তীকে। এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘যদিও দেবের সঙ্গে আমার দৃশ্য নেই, তবে ওর সঙ্গে একই সিনেমায় প্রায় ৬ বছর পর কাজ করেছি। এটাই তো বড় ব্যাপার।’

অন্যদিকে দেব বললেন, ‘শুটিং সেটে শ্রাবন্তীর সঙ্গে বরাবরই অনেক মজা হয়। সে আমার অনেক ভালো বন্ধু। দর্শকরাও আমাদের অন-স্ক্রিন রসায়ন অনেক পছন্দ করেছেন।’

.(দ্য রিপোর্ট/আরজেড/২০আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর