thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত আমির মহিবুল্লাহ বাবুনগরী

২০২১ আগস্ট ২০ ১০:৪৫:১৩
হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত আমির মহিবুল্লাহ বাবুনগরী

দ্য রিপোর্ট প্রতিবেদক: আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর সংগঠনের প্রধান উপদেষ্টা মহিবুল্লাহ বাবুনগরীকে হেফাজতে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত আমির ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজার পূর্বে মহিবুল্লাহ বাবুনগরীকে সংগঠনের ভারপ্রাপ্ত আমির হিসেবে মাইকে ঘোষণা দেন সংগঠনের মহাসচিব নুরুল ইসলাম জেহাদী। মহিবুল্লাহ বাবুনগরী সম্পর্কে প্রয়াত জুনায়েদ বাবুনগরীর মামা।

নুরুল ইসলাম জেহাদী জানান, আমিরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে সংগঠনের ভারপ্রাপ্ত আমির হিসেবে মহিবুল্লাহ বাবুনগরীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

হেফাজতে ইসলামের প্রথম কমিটিতেও মহিবুল্লাহ বাবুনগরী সংগঠনের জ্যেষ্ঠ নায়েবে আমিরের দায়িত্ব পালন করেন।

এদিকে রাত ১১টা ২০ মিনিটে হাটহাজারী মাদ্রাসা ময়দানে আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজা নামাজে ইমামতি করে মহিবুল্লাহ বাবুনগরী। এরপর জুনায়েদ বাবুনগরীকে মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে আল্লামা শফীর কবরের পাশে দাফন করা হয়।

.(দ্য রিপোর্ট/আরজেড/২০আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর