thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বার্সার দশ নাম্বার জার্সির ওজন ৩০ কেজি: পিকে

২০২১ আগস্ট ২০ ১৬:১২:৪১
বার্সার দশ নাম্বার জার্সির ওজন ৩০ কেজি: পিকে

দ্য রিপোর্ট ডেস্ক: বার্সেলোনায় লিওনেল মেসির আইকনিক ১০ নাম্বার জার্সি এখন কে পরবে? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে বার্সা অধিনায়ক জেরার্ড পিকে বলেছেন, কাউকে না কাউকে তো পরতে হবেই। আমি চেয়েছিলাম আগুয়েরো পরুক। কিন্তু সে তেমনটা চায় না। কারণ মেসির রেখে যাওয়া জার্সির বাড়তি ওজনই তো ৩০ কেজি!

মেসি চলে গিয়ে ন্যু ক্যাম্পে রেখে গেছেন বিশাল এক প্রতীকী শূন্যতা। মেসির আগে বার্সার আইকনিক নাম্বার টেন জার্সি পরে মাঠ মাতিয়েছেন ম্যারাডোনা, রিকুয়েমে, রোমারিও, রিভালদো, রোনালদিনহোর মতো ফুটবলাররা। এই মহিমান্বিত জার্সির প্রতি ন্যায় বিচার করাটাও তাই বিশাল এক দায়িত্ব হিসেবেই আসে।

অনেকের মতেই, বার্সার ১০ নাম্বার জার্সি পেতে যাচ্ছেন ফিলিপে কৌটিনিও। তবে লিভারপুল থেকে বার্সায় এসে ক্লাবের ভোগান্তি বাড়ানো ছাড়া তেমন কিছুই করতে পারেননি এই ব্রাজিলিয়ান প্লেমেকার।

অন্যদিকে, সাংবাদিক টনি হুয়ানমার্তি জানিয়েছেন, বার্সার ড্রেসিংরুমের একাংশের চাওয়া, এই জার্সি নেবে সার্জিও আগুয়েরো।

মেসির জার্সি নেবেন তার বন্ধু স্বদেশী আগুয়েরো, এটা অনেকের কাছেই গ্রহণযোগ্য মনে হবে। অন্যদিকে আগুয়েরো নিজেও তার ক্যারিয়ারের স্বর্ণালী সময়ে পরেছেন ১০ নাম্বার জার্সি। ম্যানচেস্টার সিটির প্রতীকে পরিণত হয়েছেন ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বড় কিংবদন্তী এই ফুটবলার। তিনিও এই জার্সি নিতে দ্বিধায় ভুগছেন, জানিয়েছেন পিকে।

অবশ্য নিজে কিংবদন্তী হয়ে আরেক কিংবদন্তীর পরম্পরা বহন করতে নাও চাইতে পারেন আগুয়েরো। তবে এটাও সত্যি, জার্সির ওজনটা যে অনেক বেশি!

দ্য রিপোর্ট প্রতিবেদক:

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর