thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

আগামী তিনদিন বৃষ্টি বাড়ার সম্ভাবনা

২০২১ আগস্ট ২২ ১৫:৪৯:২০
আগামী তিনদিন বৃষ্টি বাড়ার সম্ভাবনা

দ্য রিপোর্ট প্রতিবেদক: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর (বর্ষা) প্রভাবে এখনো দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টির প্রবণতা অনেকটাই কম, বেশিরভাগ জায়গায়ই হালকা বৃষ্টি হচ্ছে। ফলে আগামী তিনদিনের মধ্যে বৃষ্টির প্রবণতা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার সকাল ৬টা থেকে রবিবার (২২ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সব বিভাগে হালকা বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মংলায় ৩৩ মিলিমিটার। কক্সবাজারে ৩০, সিলেটে ২৯, রাজশাহীতে ২৩, ঈশ্বরদীতে ১২, রংপুরে ১২, খুলনায় ৩০ ও চুয়াডাঙ্গায় ২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া আবহাওয়া অধিদপ্তরের সারাদেশের স্টেশনগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ ১০ মিলিমিটারের কম।

আবহাওয়াবিদ মুহম্মদ আরিফ হোসেন বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

তিনি বলেন, রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে আরিফ হোসেন বলেন, আগামী তিনদিনের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

.(দ্য রিপোর্ট/আরজেড/২২আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর