thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

৩ মাস পর করোনায় মৃত্যুশূন্য খুলনা

২০২১ আগস্ট ২৩ ১২:১৩:৩৮
৩ মাস পর করোনায় মৃত্যুশূন্য খুলনা

দ্য রিপোর্ট প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগরীর পাঁচ হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি। এর আগে চলতি বছরের ২৫ মে জেলার করোনা হাসপাতালগুলো মৃত্যুশূন্য ছিল।

আজ সোমবার (২৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছে হাসপাতালগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা।

এর আগে গত ১২ আগস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনায় সর্বনিম্ন একজনের মৃত্যু হয়েছিল। আর ৯ জুলাই সর্বোচ্চ ২৭ জনের মৃত্যু হয়েছিল।

এদিকে খুলনার হাসপাতালগুলোতে কমেছে রোগীর সংখ্যা। করোনা রোগীর চিকিৎসায় খুলনায় সরকারি তিনটি এবং বেসরকারি দুটি মিলে পাঁচ হাসপাতাল রয়েছে। এসব হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসার জন্য শয্যা রয়েছে ৫৬৫টি। সোমবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৫৩ জন।

এর মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে রেডজোন ও ইয়ালো জোন মিলে ২০০ শয্যা, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৪৫ শয্যা, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৮০ শয্যা, বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৫০ শয্যা এবং খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ শয্যা রয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে চিকিৎসাধীন রয়েছেন ৭১ জন। যার মধ্যে রেড জোনে ২৪ জন, ইয়ালো জোনে ১৯ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।


খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি। আজ সকাল পর্যন্ত ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় দুজন রোগী ভর্তি হয়েছেন। আইসিইউতে রয়েছেন ১০ জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ছয়জন। তার মধ্যে চারজন পুরুষ আর দুজন নারী রয়েছে। গত ২৪ ঘণ্টায় কোনো রোগী ভর্তি হয়নি। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন।

বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। হাসপাতালের করোনা ইউনিটে ৩৭ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন। আইসিইউতে ভর্তি রয়েছেন আটজন।

বেসরকারি গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কারো মৃত্যু হয়নি। হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন। গতকাল ভর্তি হয়েছেন একজন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন।

.(দ্য রিপোর্ট/আরজেড/২৩আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর