thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা শুরু ৮ সেপ্টেম্বর

২০২১ আগস্ট ২৩ ১২:২৩:২১
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা শুরু ৮ সেপ্টেম্বর

দ্য রিপোর্ট প্রতিবেদক: স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের এমএ, এমএসএস, এমবিএ ও এমএসসি শেষ পর্বের (আইসিটিসহ) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৮ শুরু হবে সেপ্টেম্বর পরীক্ষা।

আজ (সোমবার, ২৩ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

অন্য আরেকটি বিৃতিতে ২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানোর কথা জানানো হয়েছে। ২২ আগস্ট থেকে সময় বাড়িয়ে ২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন ফরম পূরণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। ডাটা এন্ট্রি ও নিশ্চয়নের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ সেপ্টেম্বর।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বিশ্বিবিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.ac.bd।

.(দ্য রিপোর্ট/আরজেড/২৩আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর