thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

‘ভাগো বাঘ আইল’, সাকিবকে নিয়ে কেকেআরের পোস্ট

২০২১ আগস্ট ২৩ ১৫:০৩:৫৩
‘ভাগো বাঘ আইল’, সাকিবকে নিয়ে কেকেআরের পোস্ট

দ্য রিপোর্ট ডেস্ক: ইংল্যান্ড সিরিজের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ খেলতে পারবেন না সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান-এমনটাই নির্ধারিত ছিল কদিন আগেও।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের দিনেই জানা যায়, বাংলাদেশ সফর পিছিয়ে নিয়েছেন ইংল্যান্ড।

আর সেই খবরে কপাল খুলল সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের। সংযুক্ত আরব আমিরাতে আইপিএলে বাকি অংশে যোগদানে দুজনেরই আর বাধা রইল না।

সূত্র জানায়, নিউজিল্যান্ড সিরিজের পরপরই আইপিএল খেলতে যাবেন সাকিব।

আর বিষয়টি এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিজে থেকেই নিশ্চিত করেছে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

কেকেআরের অফিসিয়াল পেজে সোমবার একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা গেছে, কেকেআরের জার্সিতে অনুশীলন করছেন সাকিব। নেটে বল করছেন। ব্যাট পরখ করে দেখছেন। নেটে ব্যাটিং অনুশীলন করছেন।

ভিডিওর ক্যাপশনে কেকেআর হিন্দি ভাষায় লিখেছে - ‘ভাগ ভাগ ভাগ আয়া শের আয়া শেষ। যা বাংলায় - ভাগো ভাগো বাঘ আইল।’

.(দ্য রিপোর্ট/আরজেড/২৩আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর