thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

আগামীকাল মা হচ্ছেন নুসরাত জাহান!

২০২১ আগস্ট ২৫ ১৫:৫৫:৪৩
আগামীকাল মা হচ্ছেন নুসরাত জাহান!

দ্য রিপোর্ট ডেস্ক: হাসপাতালে টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। সঙ্গে রয়েছেন প্রেমিক-বন্ধু যশ দাশগুপ্ত। বৃহস্পতিবারের (২৬ আগস্ট) দিনটাই মা হওয়ার জন্য বেছে নিলেন নুসরাত জাহান? সূত্রের খবর, বুধবারই (২৫ আগস্ট) যশকে সঙ্গে নিয়ে শহরের এক নামজাদা বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন নুসরাত। আজ গোটা দিন সেখানে থাকার পর আগামীকাল সকাল সকাল সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী।

সেপ্টেম্বর নয়, আগস্টের শেষেই যে নুসরাতের কোল আলো করে নতুন অতিথি আসছে, সে খবর জানা গেছে বহু আগেই। এখন শুধু অপেক্ষা, চূড়ান্ত সুখবরের।

শোনা যাচ্ছে, নুসরাত তার চিকিৎসককে অনুরোধ করেছেন, যেন সার্জারির সময় যশ তার পাশে থাকেন। যদিও সন্তানের পিতা যশ কি-না, সে উত্তর নায়িকা দেননি। প্রয়োজনও মনে করেননি। যদিও নুসরাতের বিগত কয়েক মাসের ইনস্টাগ্রাম প্রোফাইল বলছে ‘বিশেষ বন্ধু’ যশের সঙ্গেই ছিলেন পুরোটা সময়।

.(দ্য রিপোর্ট/আরজেড/২৫ আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর