thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

বাবা প্রবাল চৌধুরীর জন্মদিনে ছেলে রঞ্জনের গান

২০২১ আগস্ট ২৬ ২১:১৩:০৩
বাবা প্রবাল চৌধুরীর জন্মদিনে ছেলে রঞ্জনের গান

দ্য রিপোর্ট প্রতিবেদক: গত ২৫ শে আগষ্ট বুধবার ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক এবং বাংলাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী প্রয়াত প্রবাল চৌধুরীর জন্মদিন। শিল্পীর ৭৪তম জন্মদিন উপলক্ষে তাঁরই কনিষ্ঠ সন্তান তারকা সংগীতশিল্পী রঞ্জন চৌধুরীর একক গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। গানটি রঞ্জন চৌধুরীর ফেসবুক পেইজ ও তার ইউটিউব চ্যানেল ranjan with melodious songs এ শোনা যাবে।

কলকাতার বহুমাত্রিক লেখক ও কবি সৌগত রানা কবিয়ালের লেখা এবং রঞ্জন চৌধুরীর নিজের সুরে সম্পূর্ণ মেলোডি ধাঁচের এই গানটি শ্রোতাদের ভাল লাগলেই সকল প্রচেষ্টা সার্থক হবে বলে মনে করেন রঞ্জন। গানটির সঙ্গীত আয়োজন করেছেন প্রতিভাবান কম্পোজার সব্যসাচী রনি আর গানটি রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের কে এস ডিজিটাল স্টুডিও তে।

প্রয়াত সংগীত পরিচালক ও শিল্পী প্রবাল চৌধুরীকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করা এবং তাঁর স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্যই রঞ্জন চৌধুরীর এই মহাপ্রয়াস । আগামীতেও রঞ্জনেরএই প্রয়াস অব্যাহত থাকবে। শিল্পী রঞ্জন চৌধুরী অনেকটা দুঃখ করে বলেন, ‘এখন আর কোন টেলিভিশন চ্যানেল বাবার জন্মদিন বা মৃত্যু দিনে তাঁকে স্মরণ করে না, একজন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম সারির শিল্পী হিসেবে শ্রদ্ধা জানানোর প্রয়োজন মনে করেন না’। চট্টগ্রামে প্রবাল চৌধুরীর পৈত্রিক বাড়ী, রাউজানে রয়েছে তাঁর নামে দুটি সড়ক। তিনি আরো বলেন, নিজের গান ছাড়াও বাবার কিছু গান সম্পূর্ণ নতুন আঙ্গিকে শ্রোতাদের সামনে নিয়ে আসবেন পর্যায়ক্রমে। এরই মধ্যে গানটি শ্রোতাদের নজর কেড়েছে।

.(দ্য রিপোর্ট/আরজেড/২৬ আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর