thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

নুসরাতকে শুভেচ্ছাবার্তা মিমি-শ্রাবন্তীর

২০২১ আগস্ট ২৬ ২১:২৮:১১
নুসরাতকে শুভেচ্ছাবার্তা মিমি-শ্রাবন্তীর

দ্য রিপোর্ট ডেস্ক: বৃহস্পতিবার (২৬ আগস্ট) মা হয়েছেন সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহান। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নুসরাতকে শুভেচ্ছা জানিয়েছেন তার কাছের বন্ধু শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়, মিমি চক্রবর্তী ও তনুশ্রী চক্রবর্তী।

‘খেলা যখন’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত মিমি। নুসরাতের সুখবর পাওয়া মাত্র টুইটারে লেখেন, ‘শুভেচ্ছা নুসরাত। ইচ্ছে করছে সামনে গিয়ে জড়িয়ে ধরি তোমায়। প্রচুর ভালোবাসা এবং আলিঙ্গন পাঠালাম।’ কলকাতায় ফিরে নুসরাতের নবজাতককে দেখতে যাবেন মিমি।

নুসরাত যখন গর্ভবতী ছিলেন তখন একদিনও তার সঙ্গে দেখা না করার কারণে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তাহলে কি বোনুয়ার (একে অপরকে ‘বোনুয়া’ বলে সম্বোধন করেন তারা) সঙ্গে তার সম্পর্কে চিড় ধরেছে!

সেই অভিযোগ উড়িযে দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজকে মিমি আগেই জানিয়েছেন, তার সঙ্গে নুসরাতের সম্পর্ক কথায় বোঝানো সম্ভব নয়, কেউ জানেন না তাদের ব্যক্তিগত বন্ধন কতটা জোরদার।

অন্যদিকে গর্ভাবস্থায় নুসরাতের পাশে ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বর্তমানে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। নুসরাতের এই বিশেষ দিনে তাকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন নায়িকা।

এছাড়া, টুইটারে মা ও নবজাতককে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। নুসরাতের বিশেষ সময়ে তার সঙ্গে পার্টি করতে দেখা গিয়েছিল তনুশ্রীকে। তাদের বন্ধুত্ব যে গভীর তা আর বলার অপেক্ষা রাখে না।

এদিকে, কলকাতার এক বেসরকারি হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার সময় তার ইচ্ছা অনুসারে নুসরাতের সবচেয়ে কাছের মানুষ যশ দাশগুপ্ত তার সঙ্গী ছিলেন। এ নিয়ে নিজের মতামত জানিয়েছেন নিখিল।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে নিখিল জৈন বলেন, ‘আমি জানি নুসরাতের ছেলে হয়েছে। কিন্তু নুসরাতকে আমি এ নিয়ে আলাদা করে ফোন বা যোগাযোগ করতে চাই না। তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তবে কামনা করি, সুস্থ থাকুক ছেলে, সুন্দর করে বড় হয়ে ওঠুক। অনেক শুভেচ্ছা জানাচ্ছি।’

২০১৯ সালের ১৯ জুন নিখিল জৈনকে বিয়ে করেছিলেন নুসরাত। তুরস্কের বোদরুমে হয়েছিল তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। কিন্তু গত নভেম্বর থেকে তারা আর এক ছাদের তলায় থাকছেন না। এরপর জল ঘোলা হওয়ার পর সংবাদমাধ্যমে একটি বিবৃতি দেন নুসরাত। যেখানে নিখিলের সঙ্গে তার সম্পর্কের সমীকরণ নিয়ে নুসরাত দাবি করেছিলেন, নিখিলের সঙ্গে তার বিয়ে হয়নি। লিভ টুগেদারে ছিলেন তারা। তারপর পাল্টা বিবৃতি দিয়ে নিখিল বলেছিলেন, ‘আদালতে দেখা হবে।’ এবার নতুন মা নিখিলের সঙ্গে সম্পর্কের আইনি জট কীভাবে মেটাবেন, তা সময়ের অপেক্ষা।

.(দ্য রিপোর্ট/আরজেড/২৬ আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর