thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

মাঝ আকাশে হৃদ্‌রোগে আক্রান্ত পাইলট, ভারতে জরুরি অবতরণ বিমানের

২০২১ আগস্ট ২৭ ১৫:৫৮:০০
মাঝ আকাশে হৃদ্‌রোগে আক্রান্ত পাইলট, ভারতে জরুরি অবতরণ বিমানের

দ্য রিপোর্ট ডেস্ক: মাঝ আকাশে পাইলট হৃদ্‌রোগে আক্রান্ত হলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ভারতে জরুরি অবতরণ করেছে। শুক্রবার দুপুরের আগে এ ঘটনা ঘটে।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. আবু সালেহ মোস্তফা কামাল।

তিনি বলেন, ফ্লাইটটি ওমানের রাজধানী মাসকাট থেকে ১২২ যাত্রী নিয়ে ঢাকায় আসছিল। বেলা সাড়ে ১১টার দিকে বোয়িং ৭৩৭ বিমানটির হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। আকাশ পথে বিমানের পাইলট ক্যাপটেন নওশাদ অসুস্থ হয়ে পড়ায় বিমানটি নাগপুরে জরুরি অবতরণ করে। যত দূর জানা গেছে, নওশাদের হার্ট অ্যাটাক হয়েছে।

যাত্রীরা সবাই সুরক্ষিত আছেন। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যেককে খাবারসহ প্রয়োজনীয় অন্যান্য সুবিধা দেওয়া হয়েছে বলেও জানান মোস্তফা কামাল।

ক্যাপ্টেন নওশাদকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। পাইলট, ক্রু মেম্বার এবং যাত্রীদের ফিরিয়ে আনতে বিমানের একটি ফ্লাইট নাগপুরে যাবে।

.(দ্য রিপোর্ট/আরজেড/২৭ আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর