thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

আফগান যুবাদের বাংলাদেশ সফর স্থগিত

২০২১ আগস্ট ২৭ ১৬:২৪:৩৯
আফগান যুবাদের বাংলাদেশ সফর স্থগিত

দ্য রিপোর্ট ডেস্ক: তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তাদের যুব দলের বাংলাদেশ সফরে আসা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। যথাসময়ে আসছে না আফগান যুব দল।

আফগানিস্তান যুব দলের বাংলাদেশে না আসার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার।

তিনি বলেন, আফগানিস্তানের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলের সিরিজটি এখন হচ্ছে না। সূচিতে পরিবর্তন আসবে। আফগানিস্তান দল যথাসময়ে বাংলাদেশে আসছে না। তাদের আসা পিছিয়ে যাচ্ছে। তবে ঠিক কবে আসবে সেটি এখনই বলা যাচ্ছে না। আলোচনা চলছে, দুদিন পর সবকিছু চূড়ান্ত হবে। তখন নতুন সময়সূচি নির্ধারণ হবে।

৩১ আগস্ট বাংলাদেশে এসে সিলেটে পাঁচটি ওয়ানডে ও একটি চার দিনের ম্যাচ খেলার কথা ছিল আফগান যুবাদের। মূলত আফগানিস্তানে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকায় এই সিরিজ নিয়ে আশঙ্কা তৈরি হয়। এর আগে শ্রীলংকায় পাকিস্তানের বিপক্ষে আফগান জাতীয় দলের সিরিজটি স্থগিত হয়।

.(দ্য রিপোর্ট/আরজেড/২৭ আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর