thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

ভক্তের বিয়ের প্রস্তাবে সাড়া দিলেন শবনম ফারিয়া!

২০২১ আগস্ট ২৮ ২০:২৮:১২
ভক্তের বিয়ের প্রস্তাবে সাড়া দিলেন শবনম ফারিয়া!

দ্য রিপোর্ট ডেস্ক: মিষ্টি হাসির অভিনেত্রী শবনম ফারিয়া। মিউজিক ভিডিও দিয়ে আলোচনায় এসেছিলেন। এরপর নাটকে ফুটিয়ে তুলেছেন তার অভিনয়শৈলী। পেয়েছেন জনপ্রিয়তাও। এছাড়া ‘দেবী’ নামের সিনেমায় কাজ করেও হয়েছেন প্রশংসিত।

ব্যক্তিগত জীবনে শবনম ফারিয়া বিয়ে করেছিলেন। দীর্ঘ দিনের বন্ধু ও প্রেমিক হারুনুর রশীদ অপুর সঙ্গে ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু বেশিদিন টেকেনি সেই সম্পর্ক। ২০২০ সালেই বিবাহবিচ্ছেদ করেন তারা।

সেই থেকে একাই রয়েছেন ফারিয়া। কাজ এবং ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যুক্ত থেকেই কাটছে তার সময়। শুক্রবার (২৭ আগস্ট) রাতে ফেসবুকে একটি ছবি শেয়ার করেন ফারিয়া। সেখানে তাকে লাল রঙের শাড়িতে দেখা গেছে।

মায়াবী ওই ছবির ক্যাপশনে ফারিয়া জুড়ে দিয়েছেন খ্যাতিমান সংগীতশিল্পী নচিকেতার গানের একটি লাইন। তা হলো- ‘যার কথা ভাসে, মেঘলা বাতাসে, তবু সে দূরে তা মানি না’।

এই পোস্টেরই কমেন্ট বক্সে এক ভক্ত তাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছেন। তাহসিন বিন মোহাম্মদ নামের ওই ভক্ত লিখেছেন, ‘আপনি অনেক সুন্দর, আমি আপনাকে বিয়ে করতে চাই’।

ভক্তের এমন প্রস্তাবের জবাবে ফারিয়াও সাড়া দিয়েছেন। তিনি লিখেছেন, ‘ওয়েট, আম্মুকে জানাচ্ছি ব্যাপারটা! বাই দ্য ওয়ে, এখানে মেকআপ করা, মেকআপ ছাড়া কিন্তু বেশি ভাল না দেখতে!’

অবশ্য ফারিয়া যে মন্তব্যটা মজার ছলেই করেছেন, তা সহজেই অনুমান করা যায়। কারণ ফেসবুকে অনুসারীদের মন্তব্যে প্রায়শই সাড়া দেন ফারিয়া। তাদের সঙ্গে অন্তর্জালের মুহূর্তগুলো আনন্দেই উপভোগ করেন। অবশ্য কখনো কখনো নেতিবাচক মন্তব্যের কারণে মনঃক্ষুণ্ণও হয় তার।

.(দ্য রিপোর্ট/আরজেড/২৮ আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর