thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

বিয়ে করছেন আঁচল-অমি

২০২১ আগস্ট ২৯ ১৯:৪৩:১৯
বিয়ে করছেন আঁচল-অমি

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকাই সিনেমার হালের চিত্রনায়িকা আঁচলের প্রেম সঙ্গীতশিল্পী অমির সঙ্গে। শীঘ্রই বিয়ে পিঁড়িতে বসবেন তারা। নায়িকা আঁচল নিজেই জানিয়েছেন এমন খবর।

নায়িকা জানান, তারা দুজন বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। আগামী বছরের শুরুতেই বিয়ে করবেন অমি-আঁচল।এদিকে সঙ্গীতশিল্পী অমিও প্রেম ও বিয়ের কথা স্বীকার করেন।

অমি জানান, গত বছর ‘ও জান রে’ শিরোনামে একটা গান করেছিলেন তিনি। সে গানে মডেল হয়েছিল আঁচল। ওই কাজের সূত্রেই তাদের মধ্যে ভালোলাগা ও ভালোবাসার শুরু।

তিনি বলেন, আসলে আঁচলকে বাইরে থেকে সবাই যেমনটা দেখেন, ও তেমন নয়। বাস্তবে ও খুব সহজ এবং সংসারী একটা মেয়ে। দুই পরিবারের সম্মতিতেই আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমার পরিবার আঁচলকে খুবই পছন্দ করে। ও নিজেও এই পরিবারকে আপন করে নিয়েছে।

তিনি বলেন, আমার মা যখন অসুস্থ ছিলেন, তখন আঁচল অনেক সেবা করেছিল। সংসার জীবন নিয়ে ও খুব যত্নবান। করোনা পরিস্থিতির স্বাভাবিক হলে আগামী বছরই আমরা বিয়ে করব।

তারা জানিয়েছেন, বিয়ের পাশাপাশি হজ করার পরিকল্পনাও করছেন অমি ও আঁচল। এরপর তারা দু’জনেই শোবিজের কাজ কমিয়ে দেবেন। অমি মাঝেমধ্যে গান করবেন। আর আঁচল কেবল সেসব গানের ভিডিওতে কাজ করবেন। এর বাইরে কোনো সিনেমা বা নাটকে দেখা যাবে না এই নায়িকাকে।

আঁচলের চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু হয় ২০১১ সালে ‘ভুল’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি আলোচনায় আসেন ‘জটিল প্রেম’ সিনেমা দিয়ে। তবে দর্শকদের কাছে আলাদাভাবে প্রশংসিত হন ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমায় অভিনয় করে। বর্তমানে আঁচলের হাতে রয়েছে ‘ঘর ভাঙা সংসার’ নামের একটি সিনেমা। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় এতে ডিপজলের বিপরীতে দেখা যাবে তাকে।

.(দ্য রিপোর্ট/আরজেড/২৯ আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর