thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

যেখানে মরদেহ নেই সেখানে শ্রদ্ধা জানানো ইতিহাস বিকৃতি: মুক্তিযুদ্ধমন্ত্রী

২০২১ সেপ্টেম্বর ০১ ১৯:০৬:৪১
যেখানে মরদেহ নেই সেখানে শ্রদ্ধা জানানো ইতিহাস বিকৃতি: মুক্তিযুদ্ধমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: যেখানে মরদেহ নেই সেখানে মরদেহের প্রতি শ্রদ্ধা জানানো ইতিহাস বিকৃতি ছাড়া আর কিছুই নয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে বিএনপির ফুল দেয়ার প্রতিক্রিয়া জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কথা বলেন।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘অপারেশন জ্যাকপট’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খলনায়ককে নায়ক বানানোর কিছু নেই। এছাড়া কাউকে সম্মান জানানোয় সরকার বাধা দিতে পারে না।

মন্ত্রী বলেন, শুধু জিয়াউর রহমানের কবর নয়, সংসদ ভবন এলাকায় নকশা বহির্ভূত স্থাপনা সরিয়ে ফেলার জন্য স্পিকার বরাবর আবেদন করা হয়েছে।

.(দ্য রিপোর্ট/আরজেড/০১ সেপ্টেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর