thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

‘আদেশ জারির আগে মন্ত্রিপরিষদ কাজ করবেন’

২০১৩ নভেম্বর ১১ ১৭:১৮:৫৮
‘আদেশ জারির আগে মন্ত্রিপরিষদ কাজ করবেন’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ক্ষমতাসীন মহাজোট সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা সোমবার সকালে মন্ত্রিপরিষদ কমিটির বৈঠকের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পদত্যাগপত্র জমা দেন। তবে পদত্যাগের বিষয়টি প্রজ্ঞাপন আকারে প্রকাশের আগে বর্তমান মন্ত্রিপরিষদ সদস্যরা দায়িত্ব পালন করে যাবেন।


মন্ত্রিসভা বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন প্রতিমন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে দিরিপোর্ট২৪কে জানান, ‘পদত্যাগপত্রে কোন তারিখ উল্লেখ করা হয়নি। পদত্যাগের বিষয়ে যেদিন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হবে সেদিন পর্যন্ত বর্তমান মন্ত্রিপরিষদের সদস্যরা কাজ চালিয়ে যাবেন।’



তিনি আরো জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, পদত্যাগপত্র জমা দেওয়ার কারণে সবাইকে ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী।


বৈঠকের আগে সদস্যদের পদত্যাগপত্র জমা দেওয়া নিয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন বলেন, মোটামুটি সবাই পদত্যাগপত্র জমা দিয়েছেন। যারা আজ দেননি তারা আগেই দিয়েছেন।



(দিরিপোর্ট২৪/আরএমএম/এইচএসএম/নভেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর